ইউক্রেনের যুদ্ধের সর্বশেষ খবর
বেশ কয়েকটি শহরে রুশ হামলা অব্যাহত রয়েছে।
দক্ষিণের শহর মিকোলাইভে আঞ্চলিক সরকারের অফিসে ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত সাতজন নিহত হয়েছে। আহত হয়েছে কুড়িজনেরও বেশি।
কর্মকর্তারা বলছেন, উদ্ধারকারীরা আংশিক বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের ভেতর থেকে ১৮ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছেন।
হামলায় ভবনটির ভেতরে বিশাল আকারের একটি গর্ত তৈরি হয়েছে। ধ্বংস হয়ে গেছে আঞ্চলিক গভর্নর ভিটালি কিমের দপ্তর। হামলার সময় তিনি অফিসে ছিলেন না।ইউক্রেনের পূর্বাঞ্চলীয় লুহান্সক এবং দনিয়েৎস্ক অঞ্চলেও যুদ্ধ চলছে।উত্তরের চেরনিহিভ শহরেও রুশ বাহিনীর গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। শহরের মেয়র বলছেন, যুদ্ধ শুরু হওয়ার পর থেকে তার শহরের চার হাজারের মতো বাসিন্দা নিহত হয়েছে।খারকিভ শহরেও রাশিয়ার গোলাবর্ষণ অব্যাহত রয়েছে। সূত্রঃবিবিসি র খবর।