শিল্পোদ্যোক্তা আব্দুল গফফার চৌধুরীর ৭ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৬ সালের ৩ এপ্রিল ৮৫ বছর বয়সে মৃত্যুবরণ করেন। তিনি একজন মানব দরদী ও জনহিতৈষী মানুষ ছিলেন। ইউসিবি ব্যাংকের উদ্যোক্তা পরিচালকও জনতা ইনসুরেন্স কোম্পানীর চেয়ারম্যান ছিলেন ও প্রতিষ্টাতাদের অন্যতম উদোক্তা সদস্য ছিলেন। তিনি মেরিন ফুডস ও সাগর ফুডস এর কর্ণধার। তিনি তার জীবদ্দশায় স্কুল-মাদ্রাসা করে গেছেন, তার মধ্যে তার গ্রামে বাড়ী রাউজানের দলই নগরীতে উম্মে সিতারা মহিলা মাদ্রাসা , খোদেজার কাদের হেফজল কোরান । কক্সবাজারের পর্যটন খাতের উন্নয়নের কথা চিন্তা করে হোটেল হলি ডে প্রতিষ্টা করেন।তিনি ছিলেন প্রচার বিমূখ, মরহুমের মৃত্যুবার্ষিকী উপলক্ষে গ্রামের বাড়ি রাউজানের দলইনগরে সকাল থেকে কোরআন তেলোয়াত মরহুমের কবর জেয়ারত। একইদিনে চট্টগ্রাম শহরের দামপাড়ায় গফফার হাউজে বাদ মাগরিব দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য মরহুমের শুভাকাঙক্ষী ও আত্মীয়–স্বজনদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন সিতারা গফফার