বিডিটি ডেক্সঃকবি নজরুল বলেছেন– ‘যারা জীবন ভরে রাখছে রোজা, নিত্য উপবাসী/ সেই গরিব ইয়াতীম মিসকিনে দে যা কিছু মুফিদ/ তোরে মারল’ ছুঁড়ে জীবন জুড়ে ইট পাথর যারা/ সেই পাথর দিয়ে তোলরে গড়ে প্রেমেরই মসজিদ।
চাঁদ দেখা গেছে, রবিবার থেকে রোজা শুরু
দেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে রোববার (৩ এপ্রিল) থেকে রোজা শুরু হচ্ছে। শনিবার (২ এপ্রিল) সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান।চান্দ্রবছর ও সৌরবছরের মধ্যে ১১ দিনের পার্থক্যের কারণে প্রতিবছর রমজান মাসের সূচনার তারিখ পাল্টে যায়। কবে চাঁদ দেখা যাবে, তার ওপর নির্ভর করে পবিত্র রমজান মাস শুরু হয়।
বাংলাদেশের আকাশে পবিত্র মাহে রমজানের চাঁদ দেখার ফলে রোববার (৩ এপ্রিল) থেকে ১৪৪৩ হিজরি সনের রমজান মাস শুরু হচ্ছে।