No Result
View All Result
- নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা ৭০ বছরেও হয়নি । ভারতের দুর্ভাগ্য এই যে ভারতের স্বাধীনতা সংগ্রামের দুই বীর সৈনিকের কোনো মৃত্যু দিবস আমাদের জানা নেই । প্রথম জন ছিলেন ১৮৫৭ সালের ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রামের নায়ক নানা সাহেব । সেই যুদ্ধের পর ইংরেজরা তাঁর কোনো হদিস পান নি । বহুদিন ধরে মানুষ অপেক্ষা করে ছিলেন কবে তিনি ফিরে আসবেন । অনেকের মতে তিনি নাকি নেপালে চলে যেতে সমর্থ হয়েছিলেন । অন্য জন নেতাজী । যাঁর অন্তর্ধান কে ঘিরে রহস্যের সমাধান আজও আমরা করে উঠতে পারি নি । অনেক সন্দেহ , অনেক চাপানো উত্তর , অনেক জল ঘোলা হবার পরেও এই বীরের শেষটা এখনও রহস্যাবৃত । ভারত সরকারের একাংশ মনে হয় যেন চান – এই রহস্য এমনই থাকুক ! বেশির ভাগ মানুষই বিশ্বাস করেন , ১৯৪৫ সালের ১৮ আগস্ট নেতাজি সুভাষ চন্দ্র বসু টোকিও যাওয়ার সময় তাইহোকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় মারা যাননি । দুর্ঘটনার কয়েক দিন পর ২৩ আগস্ট টোকিও রেডিও ঘোষণা করে বিমান দুর্ঘটনায় গুরুতর আহত নেতাজি তাইহোকুর সামরিক হাসপাতালে মারা গেছেন । নেতাজির অন্তর্ধান রহস্যের কিনারা ৭০ বছরেও হয়নি । ভারতবাসী এখনো সেই রহস্য জানার জন্য উন্মুখ হয়ে আছে । জানা যায় , তাঁর এই অন্তর্ধান রহস্য উন্মোচনের জন্য ১৯৫৫ , ১৯৭০ ও ১৯৯৯ সালে তিনটি তদন্ত কমিশন হয়েছিল । তদন্তের মূল লক্ষ্য ছিল ১৯৪৫ সালের ১৮ আগস্ট নেতাজি তাইহোকু বিমানবন্দরে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছিলেন কি না ? আজাদ হিন্দ ফৌজের যে ধন – রত্ন তাঁর সঙ্গে বিমানে নিয়ে যাওয়া হয়েছিল তা কোথায় গেল ? যদি ওই দুর্ঘটনায় মারা না গিয়ে থাকেন তাহলে নেতাজি কোথায় , কিভাবে নিরুদ্দেশ হলেন এবং কোথায় আছেন ? এসব প্রশ্নের উত্তর আজও পরিষ্কার হয়নি।
No Result
View All Result