No Result
View All Result
- ঈদ শব্দ নিয়ে এত বিতর্ক কেন,? কাজী নজরুল ইসলাম তার বিখ্যাত গান রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ, ই দিয়ে ইদ কেন হবে এটা বিদেশি শব্দ। বাংলা ভাষাবিদ ও লেখক ড . হায়াৎ মাহমুদ বাংলা ট্রিবিউনকে এ প্রসঙ্গে বলেন , “ বাংলা শব্দে তো বহু বিদেশি শব্দ রয়েছে । নিজেদের শব্দ তো হাতেগোনা । ফলে সবই কি পরিবর্তন হবে ? যে শব্দ যুগ যুগ ধরে ব্যবহৃত হয়ে আসছে , সেটা পরিবর্তন করার কোনও কারণই দেখি না । এতে মানুষ ‘ কনফিউজড ’ হয় । যেহেতু কোনও ভুল নেই , সেহেতু পরিবর্তনেরও তো কোনও দরকার নেই । ‘ ঈদ ’ শব্দে ‘ ই ’ – এর পরিবর্তে ‘ ঈ ’ ব্যবহারই সুন্দর । ” কথাসাহিত্যিক হাসান আজিজুল হক বাংলা ট্রিবিউনকে বলেন , “ ই ’ ও ‘ ঈ ’ – এর মধ্যে উচ্চারণগত পার্থক্য অবশ্যই রয়েছে । ‘ ঈদ ’ যেহেতু আরবি শব্দ , ফলে এর উচ্চারণটা আরবি ব্যাকরণসম্মত । তাই বলে এতদিনের প্রচলিত শব্দে ‘ ঈ ’ বাদ দিয়ে ‘ ই ’ লিখতে গেলে বিদঘুটে লাগবে । তবে এও ঠিক , কেউ যদি ‘ ই ’ লেখে , তাকে অপরাধী বানানো যাবে না ।
No Result
View All Result