‘নোঙর’-এর নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত
গত ২৯ জুন সন্ধ্যায় চট্টগ্রাম নগরীর হোটেল সেন্টমার্টিনের লুসাই হলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে গঠিত সংগঠন ‘নোঙর’-এর নতুন কার্যনির্বাহী (২০২২-২০২৪) কমিটি গঠিত হয়। এ এস এম ইসমাইল খানকে সভাপতি এবং হারুনুর রশিদ (বাবুল)কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কমিটির অন্যান্য সদস্যগণ হলেন সহ-সভাপতি মো. নুরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এ জি এম জিয়া উদ্দিন ভূঁইয়া, অর্থ সম্পাদক লিয়াকত আলী, প্রচার ও দপ্তর সম্পাদক মো. ইকবাল এবং কার্যনির্বাহী সদস্যগণ হলেন মো. আবদুর রহমান সিদ্দিকী, অনুপ সেন, মো. হারুন অর রশিদ, মো. সাইফুল ইসলাম ও মো. আমিনুল ইসলাম।
উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক রুহুল আমিন, শরীফুল ইসলাম, হারুনুর রশিদ বাবুল, আবদুল বারিক, সজল শান্তি চৌধুরী, পুলিশ চন্দ্র ঘরামী পলাশ, আবু জাকের এবং নুরুল আলম। কিছু সংখ্যক সিএন্ডএফ এজেন্টস মালিক নিজেদের আর্থসামাজিক অবস্থার উন্নয়ন ও পরিবর্তনের লক্ষ্যে সময়োপযোগী বিভিন্ন উন্নয়নমুলক ব্যবসায়িক কার্যক্রম পরিচালনার স্বার্থে ‘নোঙর’ গঠন করেন বলে বক্তারা অভিমত ব্যক্ত করেন। উক্ত কমিটি ৩ বছর মেয়াদী।