নিজস্ব প্রতিনিধিঃ- সবার আগে মানবিকতা এই বাক্য দিয়ে বক্তব্য শুরু করেন চট্টলার মানবিক রাজনৈতিক পুরুষ অনুষ্ঠানের প্রধান অতিথি হেলাল আকবর চৌধুরী বাবর।তিনি বলেন,চট্টগ্রামের মানুষ মানবিকতায় শ্রেষ্টতার আসন আসীন থাকেন সব সময়। যাহার সাম্প্রতিক প্রমাণ স্বরুপ আবার দেখিয়ে দিলেন “বি এম ডীপোর বিষ্পোরনের আহত ও নিহতদের সহায়তা ও সাহায্য হাত বাড়িয়ে। তিনি দৈনিক শুভেচ্ছা প্রতিদিন ও শুভেচ্ছা নিউজ এর মানবিক কর্মকান্ডের অকৃত্রিম প্রশংসায় সভায় উপস্থিত সকলকে নির্ভাগ করে তোলেন। এবং যে কোন জনহিতকর কাজে তিনি পরোক্ষ ও প্রত্যক্ষ সহযোগীতার আন্তরিক সম্মতি প্রকাশে উপস্থিত সকলের হৃদয়ে আনন্দের ঢেউয়ে বর্হির প্রকাশ স্বরূপ করতালিতে অনুষ্ঠানকে চাঞ্চল্য তোলেন।উক্ত আলোচনা সভা ও মানবিক সহায়তা বিতরন অনুষ্ঠানেটি একুশে পদক প্রাপ্ত,বিশিষ্ট শিক্ষাবিদ,পদার্থ বিজ্ঞানী প্রফেসর ড, বিকিরণ প্রসাদ বড়ুয়া পি এইচ এফ এর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, ব্যাংকার দুলাল কান্তি বড়ুয়া, প্রফেসর ড, শেখ-এ রাজ্জাক রাজু,কাউন্সিল নীলু নাগ,প্রধান শিক্ষক বাবুল কান্তি দাশ,প্রধান শিক্ষক বিজয় সংকর চৌধুরী, রাউজান পূর্বগুজরা আইডিয়াল কিন্ডার গার্ডেন প্রিন্সিপাল সামশুল আলম, রাউজান,পূর্ব-গুজরা নিবাসী মানব কল্যানকামী বাবু বিপ্লব বড়ুয়া, সাংবাদিক সংকর ভট্টাচার্য, সাংবাদিক নুর হোসেন, ফটো সাংবাদিক আব্দুল হান্নান কাজল,সাংবাদিক মোঃ রফিক, প্রমূখ।আজ (৩ জুলাই) সকাল ১০ ঘঠিকায় চট্টগ্রাম একাডেমীর ফয়েজ নুর নাহার মিলনায়তনে দৈনিক শুভেচ্ছা প্রতিদিন ও শুভেচ্ছা নিউজ এর আলোচনা সভা ও মানবিক সহায়তা বিতরন অনুষ্টাটির শুভ সূচনায় কোরান তেলোয়াত করেন,সংগঠক মোঃ রফিক, বাবু নিতাই ভট্টাচার্য গীতা পাঠে ও ত্রিপিটক পাঠ করেন বাবু জয় বড়ুয়া।সম্পুন্ন অনুষ্ঠানটিকে প্রানবন্ত ছন্দে হৃদয় কোমলিত সঞ্চালনায় উপস্থিত সকলের ধৈর্য্যকে বাড়িয়ে তোলেন সুখ্যাত সাংস্কৃতিক ব্যাক্তিত্ব দিলরুবা খানম ছুটি।