যুব ও শ্রমিক অধিকার পরিষদ,চট্টগ্রাম মহানগর শাখার যৌথ উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত।
চট্টগ্রাম প্রেসক্লাবে সুলতান আহমদ মিলনায়তনে ১২ জুলাই সকাল ১১ টায় যুব ও শ্রমিক অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগর শাখার মতবিনিমেষ সভা অনুষ্ঠিত। যুব শ্রমিক অধিকার
পরিষদ যৌথভাবে চট্টগ্রামে ঐক্যমত সভা করেছে। উক্ত সভায় চট্টগ্রাম মহানগরের সার্বিক কার্যক্রম এগিয়ে যাওয়ার লক্ষ্যে যুব ও শ্রমিক অধিকার পরিষদের থানা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিতিতে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি মনজুর মোরশেদ মামুন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় পরিষদের যুগ্ম সদস্য সচিব মামুন হোসাইন। পেশাজীবী অধিকার পরিষদের চট্টগ্রাম মহানগরের আহ্বায়ক ইঞ্জিনিয়ার নিজাম উদ্দিন আকাশ। যুব অধিকার পরিষদ চট্টগ্রাম মহানগরের সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোঃ মিজান। শ্রমিক অধিকার পরিষদ, চট্টগ্রাম মহানগর শাখার আহ্বায়ক আব্দুল মজিদ, সদস্য মোক্তার হোসেন।