স্বাধীনতা শিক্ষক পরিষদের ( স্বাশিপ ) সদস্য ও প্রধান শিক্ষক পরিষদ চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ তালুকদারকে হেনস্তার অভিযোগে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন স্বাশিপ নেতৃবৃন্দ । অভিযোগ আনা হয় কলেজ পরিদর্শক জাহেদুল হকের বিরুদ্ধে । স্মারকলিপিতে বলা হয় , গতকাল বুধবার বিকেল সাড়ে ৩ টায় বোর্ডের নাম সংশোধন সভায় কলেজ পরিদর্শক জাহেদ হোসেন হেনস্তা করেন নুর মোহাম্মদ তালুকদারকে । এই সভায় নুর মোহাম্মদ তালুকদার স্ত্রী – সন্তানসহ উপস্থিত ছিলেন । তার ছেলে ও মেয়ের নাম সংশোধনের জন্য এর আগে আবেদন করেছিলেন । আবেদনে নুর মোহাম্মদের দেয়া কাউন্সিলর সনদ ভুয়া ও জাল হিসেবে উল্লেখ করে যাচ্ছে – তাই কথা বলেন কলেজ পরিদর্শক । এই বিষয়ে নুর মোহাম্মদ জানান , আমি বাকলিয়া হাসনা হেনা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক । কাউন্সিলর সনদ জাল করতে যাবো কেন ? তর্কের খাতিরে যদি ধরেও নিই কাউন্সিলর সনদ জাল হয়েছে , তাহলে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যেতে পারত । কিন্তু তা না করে আমাকে স্ত্রী – সন্তানের সামনে যে ভাষায় গালাগাল করা হয়েছে , তার প্রতিকার চেয়ে শিক্ষক নেতৃবৃন্দ বোর্ড চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছেন । স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন স্বাশিপের সভাপতি ও দক্ষিণ জেলা যুবলীগ নেতা অধ্যাপক পার্থ সারথি চৌধুরী , মোহাম্মদ জিয়া উদ্দিন , মোহাম্মদ আবুল কাশেম , মোহাম্মদ আলী আজম খান , মোজাম্মেল হক , টিংকু কুমার ভৌমিক প্রমুখ । এই বিষয়ে বক্তব্য জানতে চট্টগ্রাম বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোস্তফা কামরুল আকতারকে ফোনে পাওয়া যায়নি।