সকালবেলা-সন্ধ্যারাতি শুন্য মানুষজন
তপ্ত দুপুর লু হাওয়া বয় এমনি দারুন ক্ষণ,
বদর পীরের দরগাহ ফেলে সেইতো গোরস্থান
মা তো আমার শুয়ে আছেন বুক করে খান খান। এখন থেকে সেই বাড়িটায় নিত্য আসা যাওয়া
পাথর বুকে দাঁড়িয়ে থাকি-যায় না কাউকে পাওয়া,
পড়ছি দরুদ-করছি দোয়া মনের আবেগ ঢেলে
খবর আছে শূন্য হাতে সেই বাড়িটায় গেলে,
একটু দূরে বাবার কবর ঝাপসা হয়ে আসে
আরেক পাশে বুবু আমার ঝলমলিয়ে হাসে,
দাদার কবর কোথায় দেয়া নেই তো কারো জানা ইতিহাসের খোঁজ নিতে তাই মন দিয়েছে হানা, আত্মীয় আর প্রতিবেশীর কবর আছে কতো
করলে হিসেব একেক করে হয় যে শতো শতো, আজকে না হয় কালকে হবো সেই বাড়িটির সাথী, ঠুনকো মোহে আমরা তবু রঙের খেলায় মাতি।
আগামীদের আসর পাতা (১৬মে ২০১৮ সালে দৈনিক আজাদী) রমজান আলী মামুনের
অসাধারণ কবিতা প্রকাশিত হয়।