- সিনেমা হলে আগের জৌলুশ নেই। চট্টগ্রামে একসময় ৩৫টি সিনেমা হল থাকলেও বর্তমানে টিকে আছে মাত্র দুটি। ভালো মানের চলচ্চিত্র তৈরি না হওয়া, স্যাটেলাইট চ্যানেল ও অ্যাপসের মাধ্যমে ঘরে বসে পছন্দের ছবি দেখার সুযোগ থাকায় হলে গিয়ে সিনেমা দেখার আগ্রহ কমে গেছে মনে করছেন সংশ্লিষ্টরা।