-
পুরুষ তোমার কষ্টের কথা বলতে নাই,
তোমার কষ্ট শোনার মতো সময় কোথায় পাই,
পুরুষ তোমার ব্যাথা পেতে নেই
তোমার ব্যাথা কেউ সমবেদনা দেবে, চাইতে নেই।
পুরুষ তোমার কি অভিমান করলে চলে?
তোমার অভিমান বুঝেছে কেউ কি, কোন কালে?
পুরুষ তোমার ব্যর্থতা কি আর মানায়?
তোমার ব্যর্থতা কাউকে নয়,
কেবল নিজেকেই কাঁদায়।
পুরুষ তোমার ভুল করতে নাই কখনও
তোমার ভুল আঙুল তুলবে, ক্ষমা করবে না কভুও,
পুরুষ তোমার কাঁদতে নেই কষ্ট কিংবা বেদনায়,
তোমার কান্না কে শুনবে, ঠাঁই হবে কোথায়?
তুমি কষ্ট পেতে পেতে, ব্যাথায় নীল হয়ে,
অভিমানে চেপে রেখে, শত ব্যর্থতা ভুলে,
কান্না লুকিয়ে হাসি ফোটাও সবার জীবনে,
তবেই তুমি পুরুষ!২১/১০/২০২২ইং
কবি, চবিয়ান ২৮ব্যাচ।