নিজস্ব প্রতিবেদন
ভোগ-বিলাস পরিহার করে দেশের স্বার্থে কাজ করে পরহিতব্রতে স্বীয় জীবন নিঃস্বার্থভাবে বিলিয়ে দিয়েছেন ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামী সাংবাদিক-সাহিত্যিক, রাজনীতিবিদ ও চট্টল গৌরব মাওলানা মুহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদী। ধর্মনিরপেক্ষ জাতীয়তাবাদী রাজনীতিবিদ, গোঁড়ামিমুক্ত ধর্মীয় নেতা, নিরলস কর্মী, অসাধারণ পাণ্ডিত্যের অধিকারী, অনন্য সমাজসংস্কারক, চিন্তাবিদ, শিক্ষা সম্প্রসারণের অগ্রদূত, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, দাতা ও সমন্বয়কারী ছিলেন তিনি। ৩০ অক্টোবর জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি মিলনায়তনো মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশচিন্তা আয়োজিত আলোচনা সভা ও শিশু-কিশোরদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গেরিলা মুক্তিযোদ্ধা ও জ্যেষ্ঠ নাগরিক ফজল আহমদ এসব কথা বলেন।
দেশচিন্তার উপদেষ্টা, জাতীয় শ্রমিকলীগ চট্টগ্রাম মহানগরীর ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ট্রেজারার ড. লায়ন মুহাম্মদ সানাউল্লাহ, উদ্ভোধক ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. বাসন্তী প্রভা পালিত, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন নেতা এম এ হাশেম রাজু, দৈনিক আমাদের চট্টগ্রামের সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমান, জাতীয় পার্টি চট্টগ্রাম দক্ষিণ জেলা নেতা বাদশা মিয়া, সাংবাদিক নুর মোহাম্মদ রানা, ট্রাস্ট অব হিউম্যান রাইটস্ বাংলাদেশ-এর মহাসচিব আবদুল্লাহ মজুমদার, ডা: লায়ন বরুণ কুমার আচার্য্য বলাই, কবি অভিলাষ মাহমুদ, মোপলেস সম্পাদক সজল দাশ, সালামত উল্লাহ, দিলীপ সেন প্রমুখ।
- দেশচিন্তা সম্পাদক ইমরান সোহেলের পরিচালনায়
বক্তারা আরো বলেন,কর্মজীবনের শুরুতে তিনি হুগলি কলেজে শিক্ষকতার প্রস্তাব পান কিন্তু সরকারি চাকরি প্রত্যাখ্যান করে এবং স্বীয় বিষয়-সম্পত্তির লালসা ত্যাগ করে মুসলিম সম্প্রদায়ের শিক্ষার প্রসারকল্পে রংপুরে একটি নিউস্কিম মাদ্রাসার অন্যতম প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। এ সময় তিনি উক্ত এলাকায় বেশ কয়েকটি স্কুল, মাদ্রাসা ও মক্তব প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করেন। অনুষ্ঠানে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করা প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ক্ষুদে নৃত্যশিল্পী অর্পা দাশ এর নৃত্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।