অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরামের আয়োজনে “গণপ্রতিনিধিত্ব আদেশের বিদ্যমান দিক নির্দেশনা অনুসারে বিভিন্ন রাজনৈতিক দলের সকল পর্যায়ের কমিটিতে ৩৩% নারীদের সম্পৃক্ত করা হয় এবং এই শর্ত সামনে পুরণের জন্য সংশ্লিষ্ট নতুন আইনে যেন নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেয়া হয়.” এই দাবী সামনে রেখে নভেম ১৫,নভেম্বর মঙ্গলবার সকাল ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাব এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত আয়োজনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের নির্বাচিত ও সম্ভাব্য নারী প্রতিনিধি, সাংবাদিক এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে, ২০০৯ সালের সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশ ( আরপিও) -১৯৭২ অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশনে নিবন্ধিত সকল রাজনৈতিক দলের কেন্দ্রিয় কমিটিসহ জেলা, উপজেলা, ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের সকল কমিটিতে ২০২০ সালের মধ্যে ৩৩% নারীর প্রতিনিধিত্ব থাকার কথা এবং এই লক্ষ্যমাত্রা ২০২০ সালে অর্জিত হওয়ার কথা। কিন্তু এ ক্ষেত্রে আশানুরূপ অগ্রগতি অর্জিত হয়নি এবং এ ক্ষেত্রে নির্বাচন কমিশনে রাজনৈতিক দলসমূহের নিবন্ধন সংক্রান্ত আইন,২০২০ প্রণয়নে কাজ চলছে, যেখানে কমিটিসমূহে ৩৩% নারীর প্রতিনিধিত্ব বিধান রাখা হলেও এ ক্ষেত্রে নির্দিষ্ট সময়সীমা ২০৩০ প্রস্তাব অনুমোদন দিয়ে আইন মন্ত্রনালয়ে পাঠানো হয়েছে, কিন্তু আমরা এ সময় সীমা ২০২৫ এর মধ্যে বাস্তবায়ন চাই।
গত ১৫ নভেম্বর অপরাজিতা নেটওয়ার্ক ও নারী উন্নয়ন ফোরামের আয়োজনে “গণপ্রতিনিধিত্ব আদেশ বিষয়ে সংবাদ সম্মেলন” এ সভাপতিত্ব করেন আনোয়ারা উপজেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি ও উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, জনাব মরিয়ম বেগম । স্বাগত বক্তব্য প্রদান করেন জনাব উম্মে সাজিয়া সুলতানা, সভাপতি- হাইলধর ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্ক, আনোয়ারা, চট্টগ্রাম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন- নাজমা আক্তার, সদস্য- ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্ক, বারশত ইউনিয়ন, অনোয়ারা, চট্টগ্রাম।
উক্ত সম্মেলনে সাংবাদিকরা আলোচ্যবিষয়ের উপর অপরাজিতাদের বিভিন্ন ধরনের প্রশ্ন করলে অপরাজিতারা তার জবাব দেন।
এ ছাড়াও সমাপনী আলোচনায় অংশগ্রহণ করেন জনাব মোক্তার বেগম মুক্তা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান, হাটহাজারী, নীলা শীল, সদস্য-ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্ক, আনোয়ারা সদর ইউনিয়ন, অনোয়ারা, চট্টগ্রাম। সেলিনা রহমান, সদস্য-ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্ক, ছলিমপুর ইউনিয়ন, সীতাকুন্ড, চট্টগ্রাম। রাবেয়া আক্তার, সদস্য-ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্ক, শ্রীপুর খরনদ্বীপ ইউনিয়ন, বোয়ালখালী, চট্টগ্রাম। তারা তাদের আলোচনায় স্থানীয়ভাবে/কর্মক্ষেত্রে কাজ করতে গিয়ে যে সকল সমস্যার সম্মূখীন হন, বিশেষ করে তাদের অধিকারসমূহ তারা সঠিকভাবে পাচ্ছেন না, তাদের কর্ম ক্ষেত্রে জেন্ডার সমতার পরিবেশ এখনও তৈরী হয়নি, নারীর প্রতি সকল প্রকাশ সহিংসতা প্রতিরোধ ইত্যাদি বিষয় নিয়ে আলোচন করেন। এ ছাড়া তারা দাবী করেন রাজনৈতিক দলের সকল কমিটিতে আরপিও অনুযায়ী ৩৩% নারীদের সম্পৃক্ত করার বিষয়ে। সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সাবিনা ইয়াছমিন, শাহিদা আক্তার, ডেইজি আক্তার, বোয়ালখালী, জাহেদা বেগম,সোনাইছড়ি, সীতাকুন্ড। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উম্মে সাজিয়া সুলতানা,সভাপতি- ইউনিয়ন অপরাজিতা নেটওয়ার্ক, হাইলধর ইউনিয়ন,অনোয়ারা,চট্টগ্রাম।
উক্ত সম্মেলনে উপস্থিত ছিলেন, সহযোগী সংস্থা- খান ফাউন্ডেশন, অপরাজিতা প্রকল্পের কর্মকর্তাবৃন্দ-মো: সায়েদুল ইসলাম-মনিটরিং কো-অর্ডিনেটর, রেহেনা খাতুন-জেলা প্রোগ্রাম সমন্বয়কারী, মো: মোজাফ্ফর হোসেন-জেলা প্রকল্প অফিসার, চট্টগ্রাম।উক্ত আয়োজনে সহযোগিতা করেন “অপরাজিতা” নারীর রাজনৈতিক ক্ষমতায়ন কর্মসূচী ।