( নাসরিন তমা’র মৃত্যুতে শোক)
তোমার ভালোবাসার শহরে আজ ঝলমলে আলো,
কোথাও তুমি নেই,
এক শূন্যতায়,
শোকে ডুবে আছে তোমার ভালোবাসার মানুষগুলো,
ভালোবাসার শহর ছেড়ে
তুমি কোথায় চলে গেলে
শোক,সন্তাপ,
মায়াবী ভালোবাসা ছেড়ে
একাকি কোন পথে
অনিশ্চিত যাত্রার মতো।
টান টান জীবনের ভাঙাগড়ায়
কে ইশারায় ডেকেছিলো আজ
তুমিতো নিজেই সৌরভ ছড়িয়েছিল
আপন স্বপ্নে ধারণ করে সুন্দর জীবনের হাতছানিতে,
কোন এক স্বপ্নের ডানায় ভর করে
তুমি সব স্বপ্ন উজাড় করে দিয়েছিলে
সবার মনের গভীরে।
জীবনের গভীরে একা স্বপ্ন ছোঁয়া ভালোবাসা ছেড়ে
আজ কোথায় কোন অজানায়,
কোন অচিনপূরে যাত্রা।
তোমার সাহসী কন্ঠস্বর,
ভালোবাসার মায়া, মায়াবতী মুখ
আজ দু’চোখের অশ্রুজলে পলাতক বুকে কাঁদে,ভিজিয়ে দেয়।
আজ আলো ফোটা এ শহর
তোমাকে ডাকে
ডাকে শিল্পকলার চত্বর,
ডাকে ঘুম জাগা পাখি,
এ কেমন ছুটি, দুঃখকাতর এক জীবনের ভালোবাসা ছেড়ে
একটু আসছি বলে
নিঃশব্দে চলে যাওয়া,
নিজেকে আড়াল করে।
তোমার কষ্ট চাবুকের মতো
আঘাত করছে আজ,
তুমি কী দুঃখের কবি
সব কষ্ট পুষে রেখে বুকে
নিজেকে বাঁচিয়ে রেখে
নিজেকে পোড়ালে একাকি
থেকেছো অথই নীরবতায়,
এক আশ্চর্য কুশলতায়
জড়িয়ে ছিলে
ভালোবাসার মায়াপথে।
আজ অবিনশ্বর জীবনের
অমরত্বে ফুল হয়ে ফুটো,
আমাদের মায়ার সংসারে
তুমি থাকবে জোনাকী রাতের
পূর্ণিমার চাঁদ হয়ে অনন্তকাল।
২৫.১.২০২৩.