ভূমি দুস্য ও মামলাবাজদের কবল থেকে ভূমি রক্ষার আবেদন জানিয়ে ভূমির মালিকের সাংবাদিক সম্মেলন আজ ১১ ফেব্রæয়ারি শনিবার বেলা ১২টায় চট্টগ্রাম প্রেসক্লাবের এস.রহমান হলে অনুষ্ঠিত হয়। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে বলেন, মো. ইকবাল হোসেন, পিতা- হাজী মো. ইউসুফ, সাং- জেবল আহাং লেইন, মিস্ত্রী পাড়া, ডবলমুরিং, চট্টগ্রাম। আমার জমি খতিয়ান-৪৬৩, দাগ নং- ৬২২. মিস্ত্রী পাড়া ডেলমার্স গার্মেন্টস সীমানার সাথে লাগানো ভূমি সীমা প্রাচীর। ইকবাল চাচার মোট জমি ৪.৫০ শতক বা (২ গ ১ কড়া)। বেশ কিছু দিন যাবত, গার্মেন্টস্ মালিক মো. হোসেন ও গার্মেন্টস্ জমির মালিক মো. সাদেক আলি, মো আকতার হোসেন ও মঈনুল হোসেন সাগরসহ তাকে কিছু টাকার বিনিময়ে জমি বিক্রি করার জন্য চাপ প্রয়োগ করে আসতেছে তাতে সে রাজি না হওয়া তাকে বিভিন্নভাবে গালি-গালাজ ও হুমকি ধমকি প্রদান করতে থাকে। গার্মেন্টস মালিক পক্ষরা ভূমি দস্যূ মামলাবাজ ও দুষ্ট প্রকৃতির লোক। ইকবালের সীমানার সাথে লাগানো উনাদের ৪/৫টি গাছ ছিল, ১৪/১৫ দিন আগে গাছ কাটার সময় ইচ্ছাকৃতভাবে সীমানা দেয়াল বেশ কিছু অংশ ভেঙ্গে ফেলে প্রতিবাদ করলে তারা দেয়ালটি মেরামত করে দিবে বলে জানান। ইকবাল তা টিন দিয়ে ঘিরে রাখে। গত ৪ ফেব্রæয়ারি ২০২৩ সকাল ৯ টার সময় জমি দখলে নেওয়ার জন্য ইট বালি সিমেন্ট নিয়ে গার্মেন্টস্ এর মালিক সহ সন্ত্রাসী লোক জন নিয়ে জড়ো হয়। তার ভাই রেজাউল করিম বাবলু ও আরাফাতকে নিয়ে এর প্রতিবাদ করলে গার্মেন্টস মালিক পক্ষ সহ সন্ত্রাসীরা উত্তেজিত হয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালি গালাজ ও হুমকি দমকি প্রদান করে এবং আরও বলে যে, কিছু দিনের মধ্যে জমি দখলে নিবে বাঁধা দিলে ফল ভালো হবে না। ৪ ফেব্রæয়ারি ২০২৩ বিকেল ৫ টায় শিল্প পুলিশ বরাবরে অভিযোগ দাখিল করি। তারাও অভিযোগ দাখিল করে। শিল্প পুলিশ ৯ ফেব্রæয়ারি ২০২৩ তারিখে সরকারি সার্ভেয়ার সহ বৈঠকের সিদ্ধান্ত হয়। তারা এই সিদ্ধান্ত না মেনে ০৬ ফেব্রæয়ারি ২০২৩ সকাল ৯ টায় আমার পুরো সীমানা ভেঙ্গে ফেলে। ঐ দিন ইকবাল আদালতে ১টি মামলা করিলে আদালত জমির উপর ১৪৫ ধারা জারি করে আদেশটি থানা জমা করে। ৮ ফেব্রæয়ারি সকাল ৯ টায় আমার জমিতে কাজ শুরু করিলে তারা ডবলমুরিং থানায় জানাই। থানা থেকে এস. আই. আবদুল গফুরকে নিয়ে ঘটনা স্থলে যায়, যাওয়ার সাথে সাথে গার্মেন্টস মালিক পক্ষ উত্তেজিত হয়ে তাদেরকে মারধর শুরু করে পুলিশ বাঁধা দিলে পুলিশকে লাঞ্চিত করে এবং গার্মেন্টস্ এর ৬০০/৭০০ মহিলা শ্রমিকদের দিয়ে রাস্তা অবরোধ করে তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলা নিতে বাধ্য বাধ্য করে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, জমি ফিরে পেতে এবং ইকবালদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার করে আমার জমি উদ্ধার এবং আমার ও আমার পরিবারের জীবনের নিরাপত্তার জন্য সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ইকবার হোসেন ও রেজাউল করিম।