বিনোদন ম্যাগাজিন ‘বিনোদনের রঙ’-এর উদ্যোগ গত ২১ ফেব্রুয়ারি চট্টগ্রাম একাডেমির ফয়েজ নুরনাহার মিলনায়তনে বিকাল পাঁচটায় কবিতা ও গান এবং ‘একুশ আমার অহংকার’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নাট্যজন আবৃত্তিকার সজল চৌধুরীর সভাপতিত্বে এবং বিনোদনের রঙের সম্পাদক-প্রকাশন নাসির হোসাইন জীবন’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য প্রফেসর ড. ইফতেখার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন গেরিলা মুক্তিযোদ্ধা ফজল আহমদ, প্রধান আলোচক ছিলেন আওয়ামীলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মাহমুদুল হক, ইঞ্জিনিয়ার জাবেদ আবসার চৌধুরী, মোহাম্মদ আলী ও ইকবাল হায়দার। আলী আহমেদ শাহিনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন সোমা মুৎসুদ্দী, পুষ্পিতা ভট্টাচার্য্য, ফারজানা আফরোজ, নাসরিন হীরা, এঞ্জেলা, মাশরুর আহমেদ, সায়মা জান্নাত, সায়েম উদ্দিন। গান পরিবেশন করেন পুষ্পিতা ভট্টাচার্য্য, অচিন্তা কুমার, মোজাহেরুল ইসলাম, হানিফ চৌধুরী প্রমূখ।