শাহ আমিন গ্রুপ অব কোম্পানী পরিচালিত নতুন আঙ্গিকে নতুন গাড়ি নিয়ে যাত্রী পরিবহন সার্ভিস চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে গতকাল ২৬ ফেব্রুয়ারি ২০২৩ বিকেল ৪টায় চট্টগ্রাম কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছেন। যাত্রী সেবা ও চাহিদা পরিপ্রেক্ষিতে শাহ আমিন পরিবহন সার্ভিস পুরানো সব গাড়ি বাতিল করে আমদানিকৃত নতুন গাড়ি নিয়ে এই সড়কেই নতুন ভাবে যাত্রার উদ্ভোধন অনুষ্ঠানে বক্তারা বলেছেন যাত্রী সেবা শ্রমিক ও মালিক পক্ষের সমন্বয়ে পরিবহন সার্ভিস টিকে থাকে। শাহ আমিনের এই নতুন উদ্যোগ অবশ্যই যাত্রী ও শ্রমিক কল্যাণে কাজ করবে। শাহ আমিন গ্রুপ অব কোম্পানীর ব্যবস্থাপনা পরিচালক লায়ন আহম্মদ নবী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরাকান সড়ক পরিবহন ইউনিয়ন, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মুছা। বিশেষ অতিথি ছিলেন আরাকান সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জহিরুল ইসলাম, কার্যকরী সভাপতি মোহাম্মদ নুরুল কবির।