- ডা. মনছুর আহমদ সজ্জন, সদালাপী ও মানবিক মানুষ ছিলেন। তিনি আজীবন শোষিত মানুষের পক্ষে কাজ করেছেন। সাধারণ মানুষদের পক্ষে কাজ করতে গিয়ে তিনি জেলজুলুম নির্যাতনের শিকারও হয়েছেন। বর্তমানে এমন জনদরদি মানুষ পাওয়া কঠিন। গতকাল ২৭ আগস্ট মহেশখালীর উত্তর নলবিলা বাজারে ডা. মনছুর আহমদের মৃতে্যুাত্তর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে মহেশখালী উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আবু বক্কর ছিদ্দিক উপরোক্ত কথা বলেন।
এ সময় প্রধান অতিথি আরও বলেন, ডা. মনছুর আহমদ শোষিত মহেশখালীবাসীকে মুক্তি দিতে জনতাবাজার প্রতিষ্ঠা করেন। তিনি কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্বকালীন সময়ে মহেশখালী থেকে বাস সার্ভিস চালু করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠালগ্ন থেকে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। দলের সম্প্রসারণের ক্ষেত্রে ডা. মনছুর আহমদের ভূমিকা অপরিসীম। এছাড়া তিনি গ্রাম সরকারেরও প্রধান ছিলেন।
স্মরণসভায় সভাপতিত্ব করেন কালারমারছড়া ইউনিয়ন বিএনপি আহ্বায়ক আলহাজ্ব এখলাছুর রহমান। কালারমারছড়া ইউনিয়ন ১নং ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক আকতার কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সদস্য আকতার হোসেন, মহেশখালী উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তফা কামাল, মহেশখালী উপজেলা যুবদলের সদস্যসচিব আনোয়ার পাশা, মহেশখালী উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কাসেম, বড় মহেশখালী ইউনিয়ন বিএনপির সদস্যসচিব ছাবের আহমদ, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর জিয়া, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক ডা. নাছির, কালারমারছড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. পেয়ারু, কালামারছড়া ইউনিয়ন যুবদলের সভাপতি ক ম আলমগীর, মহেশখালী উপজেলা যুবদলের সদস্য মো. সেলিম, ইউনুছখালী নাছির উদ্দীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মো. রশিদ, কালারমারছড়া ইউনিয়ন ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. রেজাউল করিম, ১নং ওয়ার্ড বিএনপির নেতা মো. জালাল প্রমুখ।