তিন জন সাজাপ্রাপ্ত আসামিকে চট্টগ্রাম পাহাড়তলী থানা গ্রেপ্তার করেছে। পাহাড়তলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কেপায়েত উল্লাহ পিপিএম এর প্রযুক্তির সহায়তায় এবং গোপন সংবাদের ভিত্তিতে গাইবান্ধা জেলা, নারায়নগঞ্জ, ডিএমপি, ঢাকায় অভিযান পরিচালনা করে একাধিক সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামী কামরুল হাসান সুফল, মোঃ সুমন মিয়া, তারেক হোসেনদেরকে গ্রেফতার করেন। ১-৩ নং আসামীদের বিরুদ্ধে পাহাড়তলী থানায় ১০ (দশ) টি সাজা পরোয়ানা এবং ০৩টি গ্রেফতারী পরোয়ানা মূলতবি ছিল। সিডিএমএস পর্যালোচনায় দেখা যায় যে, ১নং আসামীর বিরুদ্ধে সিএমপির কোতোয়ালী থানায় ০৬টি সাজা পরোয়ানা, নোয়াখালী জেলার কবিরহাট থানায় ০১টি সিআর গ্রেফতারী পরোয়ানা এবং সিএমপির ডবলমুরিং থানায় ০১টি গ্রেফতারী পরোয়ানা মূলতবি আছে। ০৩নং আসামীর বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানায় ০২টি সাজা পরোয়ানা মূলতবি আছে মর্মে জানা যায়।
সাজাপ্রাপ্ত আসামী কামরুল হাসান সুফল, পিতা- মৃত আব্দুল কাদের, মাতা- শামসুননাহার, সাং- হেভেন গার্ডেন হাউজ নং- ৩৭, রোড নং- ০২, মৌসুমী আবাসিক এলাকা, নতুনবাজার, থানা- পাহাড়তলী, জেলা- চট্টগ্রামকে ডিএমপি আদাবর থানা। গত মার্চের চার তারিখে বিশেষ অভিযানে এসব আসামিদেরকে গ্রেপ্তার করা হয়।