No Result
View All Result
- বর্তমানে আমাদের কিছু বুদ্ধিজীবী বলছে জুলাইয়ের বিপ্লব নাকি বিপ্লব নয়, এটা নাকি কোটায় বিরোধী আন্দোলন ছিল, কোটা আন্দোলনটা ছিল তুচ্ছ কারণ, তুচ্ছ কারণেও বিপ্লব হয়। এরিস্টটল তাঁর দি পলিটিক্স গ্রন্থে বিপ্লব তত্ত্বের গবেষণা দেখিয়েছেন, এথেন্সের সিরাকুজ রাজ্যের রাজার সমকামিতার কারণে একটা বিপ্লব সংগঠিত হয়েছিল, ওই সরকারের পতন হয়। এটাও তুচ্ছ কারনে একটা বিপ্লব হয়েছে কারণ কোটা বিরোধী আন্দোলন করতে গিয়ে অনেক ছাত্র নিহত হয়েছে গণ গ্রেফতার হয়েছে অনেকে গণমামলার শিকার হয় জনগন, সে কারণেই এক দফা দাবি ভিত্তিতেই হাছিনা সরকার পতন হয়। তাহলে এটা কি বিপ্লব নয়? এরিস্টটলের বিপ্লব তথ্য কি মিথ্যা করতে চায়, আমাদের আহাম্মুক বুদ্ধিজীবীরা।
No Result
View All Result