প্রশিক্ষণের মাধ্যমে একটি দক্ষ জনগোষ্ঠী সৃষ্টি করা সম্ভব যা জাতির কল্যাণে নারী হয়ে তারা অবদান রাখবে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা এ কথা বলেছেন, গত ১৭ ডিসেম্বর পাথরঘাটাস্থ ইকবাল রোডে প্রভাত নারী সংগঠনের উদ্যোগে কোতোয়ালী থানা যুব কর্মকর্তাদের ব্যবস্থাপনায় সপ্তাহব্যাপী যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। কোতোয়ালি থানায় যুব উন্নয়ন ইউনিট কর্মকর্তা মোঃ গোলাম মোর্শেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের পরিচালক মো. আ. হামিদ খান। সহকারী যুব ইউনিট কর্মকর্তা আতিকুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন ঢাকা ব্যাংকের এস ভিপি কাজী জসিম উদ্দিন, সাংবাদিক ওসমান জাহাঙ্গীর, গোলাম সরওয়ার, মহিলা পরিষদের সহ-সভাপতি নূরে আসমা, প্রভাত যুব নারী সংগঠনের কর্ণধার জেসমিন মাহমুদ, প্রশিক্ষক পান্না গোস্বামী, প্রায় ৩০ জনের যুব নারী প্রশিক্ষনার্থী উপস্থিত ছিলেন প্রশিক্ষণ কর্মশালার প্রথম দিনে। ৭ দিনব্যাপী এই কর্মশালা চলবে। অংশ গ্রহণকারীদের সার্টিফিকেট বিতরণ এবং পরবর্তী সময়ে কাজের জন্য ঋণের সহায়তা প্রদান করা হবে।