চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডাঃ শাহাদাত হোসেন বলেছেন, চট্টগ্রাম শহরটি ৭০ লক্ষ জনগণের শহর। সেকারনে নগরের পরিচ্ছনতা, প্লাস্টিক ও যানজটসহ সকল সমস্যা নিরসনে জনগন ও সিটি করপোরেশনকে এক যোগে কাজ করতে হবে। ভোক্তাদের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান হিসাবে ক্যাব নাগরিক সমস্যাগুলো সমাধানে সদা সচেষ্ট আছে, সেজন্য ক্যাব নেতৃবৃন্দের প্রতি নগরবাসীর আস্থা ও প্রত্যাশা অনেক বেশি। ক্যাব এর ১৬ দফা দাবিগুলো বাস্তবায়নে সিটি করপোরেশনের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা ও সমর্থনের আশ্বাস দেন তিনি।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নগরের টাইগারপাস্থ সিটি করপোরেশন মিলনায়তনে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম নগর ও বিভাগীয় কমিটির নেতৃবৃন্দের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সিটি মেয়র ডাঃ শাহাদত হোসেন এসব কথা বলেন।মতবিনিময় সভায় ক্যাব কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম নাজের হোসাইনের নেতৃত্বে অন্যান্যদের মধ্যে ক্যাব চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক কাজী ইকবাল বাহার ছাবেরী, মহানগর সভাপতি জেসমিন সুলতানা পারু, বিভাগীয় সহ-সভাপতি সাংবাদিক এম নাসিরুল হক, মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, মহানগরের যুগ্ন সম্পাদক মোঃ সেলিম জাহাঙ্গীর, আবু মোশারফ রাসেল, চান্দগাও থানা সভাপতি মোহাম্মদ জানে আলম, সাধারন সম্পাদক ইসমাইল ফারুকী, সদরঘাট থানা সভাপতি মোহাম্মদ শাহীন চৌধুরী, পাঁচলাাইশ থানা সভাপতি সায়মা হক, পশ্চিম ষোলশহর ওয়ার্ড সভাপতি মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির, আবদুল আওয়াল, হাটহাজারী উপজেলার লায়লা ইয়াছমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, এই শহর শুধু মেয়র শাহাদাতের একার নয়, এটি আমাদের সবার। তাই এই শহরের সৌন্দর্য্য রক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে। ক্যাব এর পক্ষ থেকে নগরের ১৭টি বাজার পরিদর্শন করে আগামি ১ সপ্তাহের মধ্যে করণীয় এবং প্রতিটি বাজারের সার্বিক তথ্য মনিটরিং করে মেয়রের কাছে প্রতিবেদন উপস্থাপনের জন্য অনুরোধ জানান। নগরের ৪১ টি ওয়ার্ডে সিএলসিসি কমিটিতে ক্যাব এর ১ জন সদস্যকে সদস্য করা হবে বলে ঘোষনা দেন তিনি।
ডাঃ শাহাদত আরও বলেন, পলিথিন ও প্লাস্টিকের বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার বিকল্প নাই। আর এর কারণে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। পাশাপাশি, নির্দিষ্ট বাজারের বাইরে ফুটপাতের হকার্স ও ভাসমান বিক্রেতাদের কারণে সৃষ্ট যানজট নিরসনে জনমত গড়ে তুলতে সিটি করপোরেশনকে সহায়তা প্রদানের অনুরোধ করেন তিনি।
আরও পড়ুন: গুপ্তহত্যা বন্ধে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি শিক্ষার্থীদের
আলোচনা সভা শেষে চট্টগ্রাম সিটি করপোরেশনকে ক্লিন, গ্রীণ ও হেলদি নগরীতে রূপান্তরে ক্যাব থেকে ১৬ দফা প্রস্তাবনা মেয়রের হাতে তুলে দেয়া হয়।