চট্টগ্রাম জেলার পর্যটন খাতকে সম্প্রসারণে জেলা প্রশাসক ফরিদা খানমের নির্দেশনায় নানাবিধি পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। চট্টগ্রামের পতেঙ্গা ও পারকিসহ জেলার সকল সমুদ্র সৈকতের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং পর্যটন উন্নয়ন ও সংশ্লিষ্ট কার্যাবলি সমন্বয়ের জন্য জেলা প্রশাসকের নেতৃত্বে “চট্টগ্রাম বীচ্ ম্যানেজমেন্ট কমিটি” কর্তৃক নেয়া হয়েছে মহাপরিকল্পনা। পর্যটকদের আকৃষ্ট করতে বীচের দোকানগুলোকে সী-সাইড থেকে সরিয়ে কান্ট্রি-সাইডে বীচ ম্যানেজমেন্ট কমিটির দেয়া নির্দিষ্ট মাপ অনুযায়ী স্থানান্তর করাসহ পতেঙ্গাকে পর্যটকবান্ধব জোন হিসেবে গড়ে তোলার পাশাপাশি ডিসি পার্ক থেকে পতেঙ্গা সী-বীচ্ পর্যন্ত পুরো এলাকাটিকে বিশ্বমানের পর্যটন জোন হিসেবে গড়ে তোলার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। পর্যটকদের সুবিধা সংবলিত অবকাঠামো নির্মাণ, সৈকতের দোকানসমূহ সুশৃঙ্খল ও পুনর্বাসন করা, টয়লেট, শৌচাগার, চেঞ্জিং রুম ও ক্যাফেটেরিয়া নির্মাণের ব্যবস্থা গ্রহণ, ফটোগ্রাফারসহ বিভিন্ন সেবা প্রদানকারীদের সংখ্যা নির্দিষ্টকরণ, সাময়িক পরিচয়পত্র প্রদান, সেবা মূল্য নির্ধারণ, সার্বক্ষণিক নিরাপত্তা বজায় রাখার জন্য ট্যুরিস্ট পুলিশের অফিস নির্মাণের ব্যবস্থা গ্রহণ ও বীচ্ সংশ্লিষ্ট এলাকা সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হবে।