চট্টগ্রাম ব্যুরো:
গ্যাস সংকটে টানা তিন মাস ধরে উৎপাদন বন্ধ চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত রাষ্ট্রায়ত্ত সার কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল)-এ। এতে প্রতিষ্ঠানটির আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৪০৫ কোটি টাকা। তবে কারখানা বন্ধ থাকলেও প্রতি মাসে এক হাজারের বেশি শ্রমিক ও কর্মচারীর সাড়ে তিন কোটি টাকা বেতন-ভাতা দিতে হচ্ছে কর্তৃপক্ষকে।
কারখানার ব্যবস্থাপনা পরিচালক মিজানুর রহমান জানান, গত ১১ এপ্রিল থেকে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। বিষয়টি একাধিকবার পেট্রোবাংলার আওতাধীন কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (কেজিডিসিএল) এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন (বিসিআইসি)-কে জানানো হলেও এখনও সরবরাহ চালু হয়নি। গ্যাস না থাকায় প্রতিদিন প্রায় সাড়ে চার কোটি টাকার উৎপাদন ব্যাহত হচ্ছে।
তিনি বলেন, ‘দীর্ঘদিন উৎপাদন বন্ধ থাকলে যন্ত্রপাতি বিকল হয়ে যায়। তখন মেরামতের খরচ বেড়ে যায় কয়েকগুণ। এভাবে চলতে থাকলে প্রতিষ্ঠানটি টিকিয়ে রাখা কঠিন হবে।’
সিইউএফএল-এর ইতিহাস ঘাটলে দেখা যায়, খাদ্য নিরাপত্তা নিশ্চিত ও কৃষিতে স্বনির্ভরতা অর্জনের লক্ষ্যে কারখানাটি ১৯৮৮ সালে আনোয়ারার রাঙ্গাদিয়ায় প্রতিষ্ঠিত হয়। তখন দৈনিক উৎপাদন ক্ষমতা ছিল ১ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া ও ১ হাজার ৭০০ মেট্রিক টন ইউরিয়া। ১৯৯১-৯২ অর্থবছরে এটি রেকর্ড পরিমাণ উৎপাদন করে। কিন্তু গত এক দশক ধরে যান্ত্রিক ত্রুটি ও গ্যাস সংকটের কারণে বছরের বেশিরভাগ সময়ই কারখানা বন্ধ থাকে।
বর্তমানে কারখানার বার্ষিক উৎপাদন নেমে এসেছে মাত্র ১ লাখ মেট্রিক টনের নিচে, যা পূর্ণ সক্ষমতার এক-তৃতীয়াংশও নয়। অথচ সারা বছর চালু রাখা গেলে উৎপাদন সম্ভব হতো ৩ লাখ মেট্রিক টনের বেশি।
শ্রমিকরা বলছেন, ‘কারখানাটি আমাদের জীবনের ভরসা। কিন্তু বারবার গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ভবিষ্যৎ নিয়ে আমরা আতঙ্কে আছি।’
এদিকে, একই এলাকায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি (কাফকো)-তে গ্যাস সরবরাহ স্বাভাবিক রয়েছে। কাফকোর দৈনিক গ্যাস চাহিদা ৪২–৪৩ মিলিয়ন ঘনফুট, আর সিইউএফএল-এর ৪০ মিলিয়ন ঘনফুট। এই বৈষম্য নিয়েও প্রশ্ন তুলছেন সংশ্লিষ্টরা।
কারখানার কর্তৃপক্ষ ও শ্রমিকদের দাবি, দেশের কৃষি উৎপাদন এবং সার খাতে স্বনির্ভরতা নিশ্চিত করতে হলে সিইউএফএল-এ অবিলম্বে গ্যাস সরবরাহ নিশ্চিত করতে হবে। তা না হলে কেবল একটি কারখানা নয়, এক হাজার পরিবারের ভবিষ্যৎ ও দেশের সার উৎপাদন কাঠামো মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।