প্রিমিয়ার ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী একটি আলোকচিত্র প্রদর্শনী। বিভাগের ৪১তম ব্যাচের ৬ষ্ঠ অধিবর্ষের শিক্ষার্থীরা ‘ফান্ডামেন্টালস অব লিংগুইস্টিকস’ কোর্সের অংশ হিসেবে এই প্রদর্শনীর আয়োজন করে।
প্রদর্শনীটি ২২ জুলাই (মঙ্গলবার) প্রিমিয়ারের জিইসি মোড়স্থ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। প্রদর্শিত ছবিগুলোর প্রতিটি ফ্রেমে ফুটে উঠেছে চট্টগ্রামের নগরজীবন, ঐতিহ্য, প্রকৃতি ও সংস্কৃতির নানা দিক। চেরাগী মোড়, খাতুনগঞ্জ, সিআরবি, ডিসি হিল, বাঁশখালীর সমুদ্রতট, বস্তির জীবন, ট্রাফিক জ্যাম ও আদিবাসী সংস্কৃতি—এই সব বিষয়ই ছিল আলোকচিত্রের মূল উপজীব্য।
প্রদর্শনীর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির। তিনি বলেন, “এই সৃজনশীল উদ্যোগ শিক্ষার্থীদের চিন্তা ও ভাষার প্রকাশকে বাস্তবের সঙ্গে যুক্ত করেছে।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক মোহীত উল আলম, শিক্ষক কোহিনূর আকতার, ইফতেখার মনির, সাদাত জামান খান, সৈয়দ জসিম উদ্দিন, সোলাইমান চৌধুরী ও ড. আবদুর রহিমসহ বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের নিজস্ব ক্যামেরায় ধারণ করা এসব ছবি শুধু দর্শকদের চোখে নয়, মনে ও ভাবনায়ও নাড়া দিয়েছে বলে জানান দর্শনার্থীরা।