চট্টগ্রামে জুলাইয়ের বিপ্লবের শহীদ ফারুক যে ভাবে নিহত হলো
চব্বিশের জুলাই বিপ্লবের শহীদ ওমর ফারুক। ১৬ জুলাই ২০২৪, চট্টগ্রামের ষোলশহরে পুলিশের গুলিতে জীবন হারান। ছাত্র, রাজনৈতিক নেতা-কর্মী বা এলিট শ্রেণীর কেউ নয় বলে হয়তো তাঁকে নিয়ে তেমন কোনো আলোচনা নেই। অথচ প্রতিটি শহীদের জন্য আমাদের হৃদয়ে শ্রদ্ধা ও ভালোবাসা থাকা উচিত। জুলাই বিপ্লবের প্রতিটি শাহাদাত বিপ্লবীদের মনে এনে দিয়েছিল সাহস, উদ্দীপনা ও প্রতিশোধ স্পৃহা। যা বিপ্লবের গতিকে অনেক বাড়িয়ে দিয়েছিল।
ফার্নিচার দোকান কর্মচারী মো. ফারুকের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জের সৈয়দপুর গ্রামে। বিয়ের পর থেকে তিনি কুমিল্লার চান্দিনার বাতাঘাসি ইউনিয়নের হাসিমপুর গ্রামে শ্বশুরবাড়িতে থাকতেন। চট্টগ্রামে ফার্নিচার দোকানে কাজ করে সচল রেখেছিলেন সংসারের চাকা। চট্টগ্রামের বহদ্দারহাটে খাবার খাওয়ার জন্য ফারুক ওই দিন বিকেল ২টার দিকে দোকান থেকে হয়ে ছাত্রদের মিছিলে যোগ দেয়।
পথে আন্দোলনকারী, পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষের মধ্যে তিনি গুলিবিদ্ধ হয়ে মারা যান।
স্বামীকে হারিয়ে যেন অন্ধকার নেমে এসেছে ফারুকের স্ত্রী সীমা বেগমের মাঝে। তার সংসারে রয়েছে ১৩ বছরের একটি ছেলে ও ৮ বছরের একটি মেয়ে।