চট্টগ্রামের ভাঙা ও ক্ষতিগ্রস্ত সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার (৪ আগস্ট) চসিক কার্যালয়ে এক সভায় তিনি বলেন, “নগরবাসীর দুর্ভোগ যেন আর না বাড়ে—সেজন্য সংশ্লিষ্টদের দ্রুত কাজ শুরু করতে হবে।”
সভায় মেয়র বলেন, সংস্কার কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে নিয়মিত তদারকি করা হবে। নিম্নমানের সামগ্রী ব্যবহার বা কাজের গাফিলতিতে সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেন তিনি।
বৃষ্টিপাতে কিছু এলাকায় জলাবদ্ধতা দেখা দেওয়ায় নালা-নর্দমা উন্নয়ন ও পানি নিষ্কাশনে দীর্ঘমেয়াদি পরিকল্পনার ওপরও গুরুত্বারোপ করেন মেয়র।
এছাড়া, মুরাদপুর-লালখান বাজার ফ্লাইওভারে নাট-বল্টু ও নিরাপত্তা বেষ্টনী চুরির ঘটনায় কিশোর গ্যাং ও মাদকসেবীদের জড়িত থাকার কথা উল্লেখ করে নিরাপত্তা জোরদার ও পুনর্বাসনের ওপর জোর দেন তিনি।
সভায় চসিকের প্রধান প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।