চট্টগ্রামের বোয়ালখালীর উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলীর স্নাতক সনদ জাল হওয়ার অভিযোগে তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ড।
সোমবার (৪ আগস্ট) বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস উদ্দিন আহমেদ এ কমিটি গঠন করেন। দুই সদস্যবিশিষ্ট কমিটিতে আছেন উপ-সচিব মো. মোরশেদ আলম ও উপ-বিদ্যালয় পরিদর্শক ড. শফিউল আজম শফি।
মোহাম্মদ আলী সাউদার্ন ইউনিভার্সিটির ‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ বিভাগ থেকে ২০০৩ সালে স্নাতক পাশের সনদ দাখিল করলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, সে নামে কোনো বিভাগ ছিল না। ‘ইসলামিক স্টাডিজ’ বিভাগ চালু হয় ২০১০ সালে।এছাড়া, মাদক মামলায় চার্জশিটভুক্ত আসামি হওয়ার তথ্য গোপনের অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।মোহাম্মদ আলী নিজেকে সাংবাদিক ও বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন।