চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার উত্তর গোমদণ্ডী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ আলী জাল সনদ জমা দিয়ে পদ দখল করেছেন—এমন প্রমাণ মিলেছে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের তদন্তে।
শিক্ষাবোর্ডের দুই সদস্যের তদন্ত কমিটি প্রতিবেদনে জানায়, সাউদার্ন ইউনিভার্সিটির নামে ২০০৩ সালের যে স্নাতক সনদ জমা দিয়েছেন মোহাম্মদ আলী, সেটি ভুয়া। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, ওই সময় ‘ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার’ নামে কোনো বিভাগই ছিল না।
শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াছ উদ্দিন আহাম্মদ বলেন, “জাল সনদের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নিয়ম অনুযায়ী শোকজ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এছাড়া, মোহাম্মদ আলীর বিরুদ্ধে মাদক মামলার চার্জশিটভুক্ত আসামি হওয়ার তথ্য গোপনের অভিযোগও উঠেছে। ২০২১ সালে এক হাজার লিটার চোলাই মদ উদ্ধারের মামলায় তার নাম রয়েছে।
নিজেকে সাংবাদিক ও বিএনপি নেতা দাবি করা মোহাম্মদ আলীর ফেসবুক প্রোফাইলে তাকে ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ও পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক হিসেবে উল্লেখ করা হয়েছে।