চট্টগ্রামের ঐতিহ্যবাহী লায়ন্স ক্লাব অব চিটাগাং খুলশী-এর হ্যান্ডওভার/টেকওভার, ডিজি টিম রিসেপশন ও নিউ মেম্বার ইনডাকশন প্রোগ্রাম মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সিনিয়র্স ক্লাব লিমিটেডের হল রুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন লায়ন্স ডিস্ট্রিক্ট ৩১৫ বি-৪ এর গভর্নর লায়ন মোসলে উদ্দিন আহমদ অপু পিএমজেএফ। বিশেষ অতিথি ছিলেন আইপিডিজি লায়ন কোহিনুর কামাল এমজেএফ। গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন প্রথম ভাইস জেলা গভর্নর লায়ন কামরুজ্জামান লিটন এমজেএফ এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বকর সিদ্দিকী পিএমজেএফ।
স্বাগত বক্তব্য রাখেন পিডিজি লায়ন আল সাদাত দোভাস পিএমজেএফ।
সঞ্চালনা করেন মাস্টার অব সিরিমনি লায়ন মোহাম্মদ ইউসুফ চৌধুরী এমজেএফ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন পিডিজি এম ডিএম মহিউদ্দিন চৌধুরী পিএমজেএফ, ক্যাবিনেট সেক্রেটারি লায়ন আবু মোরশেদ চৌধুরী, কেবিনেট ট্রেজারার লায়ন গাজী শহীদুল্লাহ পিএমজেএফ।
পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন লায়ন মোহাম্মদ হোসেন রানা এমজেএফ, আর শপথ বাক্য পাঠ করান লায়ন রাশেদা আক্তার মুন্নি।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে খুলশী লায়ন্স ক্লাবের ঐতিহ্য তুলে ধরে বিভিন্ন কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং ৬ জন নতুন সদস্যকে শপথ বাক্য পাঠ করান।
দ্বিতীয় ভাইস জেলা গভর্নর লায়ন আবু বক্কর সিদ্দিকী পিএমজেএফ তাঁর বক্তব্যে খুলশী লায়ন্স ক্লাবের সুবর্ণজয়ন্তী উৎসব পালনের ঘোষণা দেন।
অনুষ্ঠানের প্রথম পর্বে ইনকামিং প্রেসিডেন্ট লায়ন তৌফিকুল ইসলাম অতিথিদের স্বাগত জানান। দ্বিতীয় পর্বে নতুন দায়িত্ব গ্রহণ করে ইনকামিং প্রেসিডেন্ট কাজী জশিম উদ্দীন দায়িত্ব পালনকালে সবার সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।