চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: সহ-সভাপতি হলেন মহেশখালীর মিজানুর রহমান
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত ৪২০ সদস্যবিশিষ্ট এই কমিটিতে ৬০ জন সহ-সভাপতির মধ্যে স্থান পেয়েছেন মহেশখালীর সন্তান মুহাম্মদ মিজানুর রহমান।
মিজানুর রহমান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ২০১৩-১৪ সেশনের শিক্ষার্থী। তিনি কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার কালারমার ছড়া ইউনিয়নের মারাক্কা ঘোনার বাসিন্দা।
দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখায় দলীয় স্বীকৃতি পেয়েছেন মিজানুর রহমান। তার পদপ্রাপ্তিতে মহেশখালীসহ নিজ এলাকা ও শিক্ষাঙ্গনের সহপাঠীরা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
উল্লেখ্য, ২০২৩ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৫ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে আরও ৪১৫ জনকে যুক্ত করে পূর্ণাঙ্গ ৪২০ সদস্যবিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়েছে।
–




