চট্টগ্রামে দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন তিন আইনজীবী—রেজাউল করিম রনি, মো. কবির হোসেন ও মোকাররম হোসেন। সম্প্রতি দুদকের পক্ষ থেকে তাদের নিয়োগের অনুমোদন দেওয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, রনি ও মোকাররম প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের যথাক্রমে ১০ম ও ৫ম ব্যাচের শিক্ষার্থী ছিলেন, আর কবির হোসেন ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রথম ব্যাচের ছাত্র।
তারা জানান, দুর্নীতিবিরোধী লড়াইয়ে আইনগত ভূমিকা রাখতে এবং অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতেই তারা কাজ করবেন।