চট্টগ্রাম নগরীর হালিশহরের জেপি কনভেনশন সেন্টারে বৃহস্পতিবার (৭ আগস্ট) অনুষ্ঠিত হলো সন্দ্বীপ ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস ফোরামের এক যুগ পূর্তি অনুষ্ঠান। এতে সাবেক সদস্য, রাজনীতিবিদ, সাংবাদিক, পেশাজীবী, ছাত্র সংগঠন ও বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিরা অংশ নেন।
সংগঠনের আহ্বায়ক মেহরাব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য তারিকুল আলম তেনজিং, সম্মিলিত পেশাজীবী পরিষদ চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক ও চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কচি, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার চট্টগ্রামের সভাপতি ইঞ্জিনিয়ার জানে আলম সেলিম, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সালেহ নোমানসহ অনেকে।
প্রধান বক্তা ছিলেন সম্মিলিত পেশাজীবী পরিষদ সন্দ্বীপের সদস্য সচিব ইঞ্জিনিয়ার লায়ন মো. মোমেন এবং বিশেষ বক্তা ছিলেন মোক্তাদের মাওলা রিপন, ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ আবু তাহের ও দৈনিক সাদা কাগজ সম্পাদক কেফায়েত উল্লাহ কায়সার।
ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেন ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার জুয়েল আফসার রায়হান এবং উপদেষ্টা পরিষদ সদস্য মাইন উদ্দিন। বক্তারা বলেন, দেশের অবকাঠামো ও প্রযুক্তিগত উন্নয়নে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য। এই খাতের তরুণরাই আগামীর বাংলাদেশ গড়ার অন্যতম হাতিয়ার।
অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, স্মৃতিচারণা এবং ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। সঞ্চালনা করেন সদস্য সচিব কামরুজ্জামান নিশাদ ও ফোরামের সাবেক সহ-সভাপতি তরিকুল সাব্বির বায়োজিদ। অনুষ্ঠানের শ্লোগান ছিল— “দেশ গড়ার হাতিয়ার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার।”