সেলফ সেন্সরশিপ
বয়সে সত্তরের অধিক,ছেড়েছে মনুষ্যত্বে পথ
যুদ্ধ মনোভাব নিয়ে চলে শীতল যুদ্ধের বদৌলত,
সারাদুনিয়াকে জানান দেয় তাদের মনের ক্ষোভ
মানুষ মারার অস্ত্র বানায়, তা করে প্রয়োগ।
ক্ষমতার আষ্টেপৃষ্টে বহু যুগ
নিজ দেশে তেমন প্রতিপক্ষ আছে মহা সূখ,
ক্ষমতাকে তার দেশের প্রাচীরে বাহিরে নিতে
প্রতিবেশীদেশকে আক্রমণ আগ্রাসন নীতিতে,
বহু মানুষের প্রান নিলো কেড়ে
সে অদম্য একপেশে এক নেকড়ে।
রাষ্ট্র প্রধানের দমননীতি
চারদিকে ভয়ভীতি
জনগণের সেলফ সেন্সরশিপ
এই ভাবে রচিত হয় ক্ষমতার ভীত।
ওচমান জাহাঙ্গীর।