No Result
View All Result
- বিডিটি ডেক্সঃ এই ছবিতে খুব কাছে জন আছে,অধিকার সংগঠন করতে গিয়ে তারা কাছের মানুষ হয়েছে।সূখে দুখে থেকেছেএবং নারীর মর্যাদা কি তা জানতে শিখেছি।সামান্ত সমাজের কৃষি সমাজে নারীর কি মর্যাদা এটা শিখায় না,নারীকে দাস হিসেবে দেখা হয়।আমি ঐ অনগ্রসর সমাজ থেকে এসেছি। নারীদের কিভাবে নির্যাতন করতো আমি দেখেছি।আমার দাদা জেটারা একের অধিক বিবাহ করেছে,আমার দাদার তিনটে বউ,জেটাদের ক্ষেত্রে ব্যতিক্রম দেখেনি।তারা বউ পেটাতো।আব্বারা সাত ভাই, এখানে তিন ভাই আব্বাসহ শিক্ষিত ছিল।তারা বউয়ের মর্যাদা দিয়ে অধিক বিবাহ করেছি।এরা বউদের নির্যাতন করতো না,শিক্ষা অশিক্ষা পার্থকা এখানে। অশিক্ষা ও অজ্ঞতা নারী নির্যাতন করার সহায়ক তাই ন্যূনতম শিক্ষা অর্জন করাই আমাদের শ্রেয়। পাশাপাশি অ্যাওয়ারনেস প্রয়োজন। সবাই সহমর্মিতা দেখাই মানুষের প্রতি মর্যাদাশীল হই। আমরা সবাই মানুষ নারী-পুরুষ সমান অধিকার ভোগ করে এই প্রত্যয়।
No Result
View All Result