-
চট্টগ্রাম শহরের বিভিন্ন এলাকায় সন্ধ্যার পর ফুটপাত সংশ্লিষ্ট সড়কে পাশে জুতা বাজার বসে এসব জুতা ৩ শ থেকে ৫শ র ভিতর পাওয়া যায়। কম আয়ের ক্রেতারা বেশিরভাগ এসব জুতা কিনে পুরাতন নতুন সংমিশ্রণে এসব জুতা বাজার এক শ্রেনী মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে। তবে কিশোর গ্যাং পুলিশের দালালকে ম্যানেজ করে এসব ভাসমান হকাররা জুতার পসরা সাজিয়ে ২/৩ ঘন্টার জন্য ফুটপাতে সড়কের পাশে বসে থাকে,হকার সোহেল জানান, দুই তিন ঘন্টায় দুইতিন হাজার টাকার জুতা বিক্রি করে চারপাঁচ শ টাকা মজুরি পেয়ে থাকে। ছবিটি বহদ্দারহাট পুলিশ বক্সের সামনে থেকে তোলা।