সামাজিক সংগঠনের মাধ্যমে জনকল্যাণ সম্ভব
চান্দগাঁও ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ কালে বক্তারা
২২ এপ্রিল বাদে জুমা নগরীর চান্দগাঁও মৌলভী পুকুর পাড়স্থ চান্দগাঁও ফাউন্ডেশন’র উদ্যোগে দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। এসময় বক্তারা বলেন সামাজিক সংগঠনের মাধ্যম জনকল্যাণ সম্ভব, নিঃস্ব অসহায়দের পাশে চান্দগাঁও ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে এই বিষয়ে সমাজের বিত্তবানদেরকে এগিয়ে আসা দরকার। তাতে করে সামাজিক সংকট ও বৈষম্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লক্ষ্যে কাজ করা সম্ভব হতো, ফাউন্ডেশনের প্রতিষ্ঠা সভাপতি মোঃ জসিম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,সোনালী ব্যাংকের সাবেক পরিচালক রাজনীতিবিদ আলহাজ্ব এরশাদ উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন ৫নং মোহরা ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ আজম, সংগঠনের সাধারণ সম্পাদক ওসমান গণির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, জাফর আহম্মদ, আবু তাহের, মোঃ এখলাছ, গাজী সেলিম, আনোয়ার হোসেন, সৈয়দ রেজা, ইমরান হোসেন, মোঃ সোহাগ, মোঃ টিপু, মোঃ শাহাজাহান, মোঃ কামরুউদ্দীন।