হানিফ সংকেত সুস্থ আছেন। নিজের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। হঠাৎ তার কাছের মানুষদের কাছ থেকে নিজের মৃত্যু সংবাদ শুনে বিরক্ত ও বিব্রত তিনি । কে বা কারা টিকটকের একটা ভিডিও কাস্টমাইজ করে তার মৃত্যুর খবর বানিয়েছে ! তাকে অচিরেই আইনের আওতায় আনার ব্যবস্থা চলছে ..
এরই ভেতরে – সাইবার ক্রাইমে বিষয়টা হানিফ সংকেত জানিয়েছেন । তারা ব্যবস্থাও নিচ্ছেন।আর গণমাধ্যম সহ সকল ফেসবুক ইউজারকে বলতে চাই এটুকুই –
কারও মৃত্যু সংবাদে আপনার শোক জানাতে একটু সময় নিন। যাচাই বাছাই করুন। এটা কোনো প্রতিযোগিতা নয় !কারন এসব প্রপাকান্ডে ঐ ব্যক্তির আত্মীয় স্বজনরা উদ্বিগ্ন হয়ে যায়। হঠাৎ এসব খবরে কোনো দূর্ঘটনাও হতে পারে। সেই ক্ষতি আপনারা কল্পনাও করতে পারেন না !এর আগে এই গনমাধ্যম নায়ক রাজ রাজ্জাকের মৃত্যুর আগেই ১১ বার মেরে ফেলেছিল । এটিএম শামসুজ্জামানকে ১৬ বার মেরে ফেলেছে ভুয়া খবর দিয়ে।
আবদুল্লাহ মজুমদার