বাংলাদেশ থেকে বহু আগেই বিভিন্ন দুর্নীতি এবং প্রতারণার দায়ে ডিসটিনি, ইউনিপে এবং হালের ইভ্যালি বন্ধ হয়ে গেছে। যদিও একেক কোম্পানির সিস্টেম ছিল ভিন্নতর। কিন্তু মরে যায়নি সেসব প্রতারক। তারা বিভিন্ন নামে নানা কৌশলে মানুষকে বোকা বানাচ্ছে। এসব কোম্পানি শুরুতে খুব বড় বড় কিছু স্বপ্ন দেখায়। মানুষের সাইকোলজি পড়ার চেষ্টা করে।যদি দেখে কেউ খুব অভাবে বড় হয়েছে তবে ঢাকা শহরে ফ্লাটের স্বপ্ন দেখায়। যদি সে ধার্মিক হয় তবে উমরাহ হজ্জের স্বপ্ন দেখায়।
যদি একটু খেয়াল করি তবে দেখবো এরা নগদ কিছু টাকা কামিয়ে কোট-টাই লাগাচ্ছে ঠিকই কিন্তু চুড়ান্ত সফল হতে পারেনি। ইদানিং একটা চক্র ইউনানী ও হারবাল ওষুধ নিয়ে এই সিস্টেমে ব্যবসা করার চেষ্টা করছে। ঔষধের দোকানদাররা শিক্ষিত কিন্তু পার্সেন্টিজ করলে দেখা যাবে বেশিরভাগই এসএসসির নিচে। এই স্বল্প শিক্ষিত লোকদের দিয়ে ইউনানী ও হারবাল ওষুধ বিক্রি করে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিজেদের আখের গোছাতে চাচ্ছে!
কালকে একজন একটা কোম্পানির এজেন্ট নিতে বলে স্টার ল্যাবরেটরিজ এর কয়েকজন প্রতিনিধির কাছে নিয়ে যায়। তারা বিভিন্ন প্রডাক্ট এবং ব্যবসায়ীক সিস্টেম আমাকে বুঝানোর চেষ্টা করে।
ক্যাপসুল স্পাইরো(স্পিরুলিনা) তারা ১৬ টাকা প্রতি ক্যাপসুল বিক্রি করছে!
যেখানে প্রতিথযশা হামদর্দ এই ক্যাপসুল (লিনা) ৬ টাকা প্রতি ক্যাপসুল বিক্রি করছে।
Purnava(Renata Limited) বিশ্বমানের স্পিরুলিনা ক্যাপসুল ১২ টাকা প্রতি ক্যাপসুল বিক্রি করছে। সেখানে এই স্টারের মতো নাম সর্বস্ব কোম্পানি ১৬ টাকা দামে প্রতি ক্যাপসুল বিক্রি করছে!!!
এরকম তাদের আরো যেসব প্রডাক্ট আছে বেশিরভাগই বাজারে প্রচলিত দামের চেয়ে অনেক বেশি মূল্যের। যারা ঔষধ ব্যবসার সাথে জড়িত আছেন এখনি সাবধান হোন। মানুষ আয়-ব্যয়ের হিসাব মেলাতে পারছে না। এই দুঃসময়ে ঔষধের মতো জরুরী প্রডাক্ট নিয়ে অতি মুনাফা রোধ করুন।
আসাদ জামান