সুখটাকে তো টাকায় কেনা যায়,
তবু শান্তি খুজে পেতে যে বড় দায়।
হাসির কবলে দুঃখকে আহত করার কৌশল,
আহারে শত জন্মের প্রয়াশ অবিরাম।
ভালোবাসার আবরণে বৃথা চেষ্টা,
ঘৃনাকে দাবিয়ে রাখা চিরতরে,
এতো সহজ কান্ড নয়।
বিলাসিতার চাকচিক্য লোক দেখানো শোভা,
এক বিশাল আয়োজন মিথ্যের আশ্রয়।
ভেতরটা যে মৃত লাশ! কে রাখে সেই খবর?
বিবেক যে হায় বিবেচনা হারিয়ে জর্জরিত,
বাহিরে আহ্লাদী বাহানায় সবাই মুখরিত।
জীবন এক নাটক মঞ্চ,
অভিনয়ের কারিগর জনে জনে,
অপরের ব্যথায় যেন ব্যথ।্ক্ষ্নে ক্ষনে।
মুখে মুখে সবাই আপন হৃদয়ে বিষবাষ্প ফুপিয়ে।
কেউ যদি বেস ভালোই থাকে পিত্তি যায় জ্বলে।