- এতটা বছর ছুঁয়ে থেকেছি
ছুঁতে পারিনি তোমার বিশ্বাস।
এতোটা পথ হেঁটেছি পাশাপাশি
তবুও মন বলে দূর বহুদূর।
তোমার সীমানা হয়নি পাওয়া।
অনন্ত কাল অপেক্ষা
দিগন্তরেখা তোমায় বিচরণ।
দেখি, তবু স্পর্শহীন আকুতি।
ব্যাকুল অপ্রাপ্তি অচঞ্চল হৃদয়
ক্ষত বিক্ষত নিগূঢ় অতৃপ্তি
থেকেই যায়, কেবলই।
ভালবাসোনি বলে
ছুঁয়ে দেখনি আমার বিশ্বাস।
মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
১৩ সেপ্টেম্বর ‘২০২২ইং