প্রতীক্ষায়
মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
তুমি হীনা দিন হয় না রঙিন
বেদনা ভাঙে বুক,
কি করি বল আঁখি ছলছল
আসেনা অধরা সুখ।
চওয়া গুলো মোর হয় না ভোর
অকালে যায় ঝরে,
মন হাহাকার স্মৃতি বারবার
কেবলই মনে পড়ে।
যদি আসো হেলায় গোধূলি বেলায়
আশা ক্ষণে ক্ষণে,
ঐ দূরে দেখি নীড়ে ফিরে পাখি,
প্রতীক্ষায় মনে মনে।
২রা অক্টোবর ‘২০২২ইং