গত ১০ ফেব্রুয়ারী পেকুয়া উপজেলার বারাকিয়া ফাসিয়াখালী ইসলামী কামিল মাদ্রাসা প্রাঙ্গণে
বারাইয়াকাটা ছাত্র ঐক্য পরিষদের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি আব্দুর রহমান আজাদের সভাপতিত্বে
সাধারণ সম্পাদক আমজাদ হোছাইন সঞ্চালনায়
প্রধান অতিথি ছিলেন কক্সবাজার চেম্বার অব কমার্সের সভাপতি অধ্যক্ষ ডক্টর মো. সানাউল্লাহ। তিনি বক্তব্য বলেন বাঙ্গালী জাতি নিজস্ব আত্ম পরিচয় ভুলে গেছে, ফলে বিদেশিরা এদেশ দখল করার সুযোগ পেয়েছে। আমাদের সম্পদভান্ডার ডাকাতি করে নিয়ে আমাদেরকে শুন্য করেছে। ইংরেজিরা এখানে ব্যবসা করতে এসে এদেশ দখল করে এদেশের মানুষকে গোলাম বানিয়েছে, স্বাধীনতার পঞ্চাশ বছর পরও এখনো কাঙ্ক্ষিত লক্ষে পৌঁছাতে পারিনি, বিশ্বায়নের শিক্ষায় এখনো আমরা পিছনে। তাই স্বপোদিত হয়ে শিক্ষা অর্জনে এগিয়ে যেতে হবে। তাতে আমাদের হারানো আত্মপরিচয় ও গৌরব ফিরে পাবো এসময়
মঞ্চে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আক্কাস, শিক্ষক মাস্টার নুরুন্নবী । মঞ্চে উপস্থিত ছিলেন ফাঁসিয়াখালী ইসলামিয়া কামিল মাদ্রাসার বারাইয়াকাটা সিরাতুন্নবী (সঃ) কমিটির সভাপতি নাছির উদ্দীন।তিনদিন ব্যাপী অনুষ্ঠানের আজ ছিল দ্বিতীয় দিন। উপজোলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেন।