- ফিরে তুমি আসবে
মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
♦♦♦♦♦♦♦♦
তোমার ফিরে আসার দিনগুনি
আমার বিশ্বাস, তুমি আসবে
কোন এক শ্রাবণ ঝরা দিনে
জানালায় ঝাপটা বৃষ্টি হয়ে
ছু্ঁয়ে দিবে আমার দু’চোখ।
তিমি আসবে হয়তো কোন রাত্রিতে
অমাবস্যায় ঘিরে ফেলা
এই আমার হয়ে………….।
পূর্নিমার ঝলক, ভরা গাঙে
যৌবন তখন কেবল………।
অভিমান ভুলে, কাজল চোখে
স্বপ্ন এঁকে এঁকে তুমি আসবেই
গোধূলি বেলা শেষে, দাঁড়িয়ে
তোমারই অপেক্ষায়………..।
০১/০৮/২০২৩ইং