বিজয় দিবসে চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী
চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি শেষে ওয়াসা ভবনে এসে সংক্ষিপ্ত সভা সংগঠনের সভাপতি মামুনুর রশিদ মামুনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিভাগের শ্রমিক দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব এ এম নাজিম উদ্দিন, বিভাগীয় শ্রমিক দলের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুস শুক্কুর, শাহনাজ চৌধুরী, যুগ্ম সম্পাদক মোহাম্মদ হারুন, প্রচার সম্পাদক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক মোহাম্মদ রফিকুল ইসলাম ও ওয়াসা শ্রমিক দলের উপদেষ্টা আবুল কালাম আজাদ, তহিদুল ইসলাম, কার্যকরী সভাপতি, মোহাম্মদ কামাল খান, সহ-সভাপতি, মোহাম্মদ মইনুদ্দিন মানিক প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে চট্টগ্রামের আত্মার সম্পর্ক। যার কারনে তিনি স্বাধীনতা ঘোষণা দিয়েছেন চট্টগ্রাম থেকে। শহীদ হয়েছেন চট্টগ্রামের মাটিতে। তাই ওয়াসার শ্রমিক নেতৃবৃন্দ আজকের র্যালি সফল সার্থক করার জন্য অংশগ্রহণ করে যে শ্রম দিয়েছেন তা অনস্বীকার্য। তাই বিজয় দিবসে ১৯৭১ ও ২০২৪-এ দেশের স্বাধীনতার জন্য যারা শহীদ হয়েছেন মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতির জিয়াউর রহমানসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি। ব্যান্ড পার্টিসহ বণার্ঢ্য আকারে র্যালিটি চট্টগ্রাম ওয়াসা ভবন থেকে শুরু হয়ে বিপ্লব উদ্যান সমাবেশ স্থলে গিয়ে অংশ নেন। আবার সমাবেশ শেষে আমির খসরু মাহমুদ চৌধুরী নেতৃত্বে বিপ্লব উদ্যান থেকে, ২নং গেইট হয়ে জিইসি দিয়ে চট্টগ্রাম ওয়াসা ভবনে এসে শেষ হয়।
সংবাদ প্রেরক
মোহাম্মদ রফিকুল ইসলাম
সাধারণ সম্পাদক
বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দল চট্টগ্রাম মহানগর
মোবাইল: ০১৬১৮০২৬২৪২