গনমাধ্যম সংস্কার কমিশনের সুপারিশে সাংবাদিক সুরক্ষা আইন শীঘ্রই বাস্তবায়ন চাই । ওই সুপারিশ বাস্তবায়ন হলে গণমাধ্যমে জগতে বৈপ্লবিক পরিবর্তন আসবে।
ভবিষ্যতে গণমাধ্যমের ওপর ভর করে কোন ফ্যাসীবাদী শক্তি আসতে পারবে না।
ফ্যাসিবাদমুক্ত দেশে সাংবাদিকতায় দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। গত ৩ মে চেরাগচী পাহাড় এক মিলনায়তনে
অধিকারের মুক্ত গণমাধ্যম দিবসে সভায় বক্তারা একথা বলেন।
অধিকারের ডিফেন্ডার আব্দুল্লাহ মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মো. কামাল উদ্দিন, জাফর ইকবাল, ব্যাংকার কাজী জসিম,ইন্জিনিয়ার মুবিন,রাজনীতিক সাথী উদয় কুসুম বড়ুয়া, রাফসান জানি,সারোয়ার মন্জু,মো. জিয়া উদ্দিন,মো. শাহীন, জিতেন বড়ুয়া,ইকবাল,রাইসা হাসান,মীর বরকত,জাবেদ রেজা,রোজিনা,হাবিবুল আক্কসা,ইব্রাহিম হোসেন