আওয়ামীলীগকে নিষিদ্ধকরন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালে গণহত্যার বিচার ও জুলাই ঘোষণা পত্রের দাবিতে চট্টগ্রামের নিউমার্কেট মোড়ে গণজমায়েত ও অবস্থান কর্মসূচী করেছে জুলাই ঐক্য মঞ্চ। সমাবেশে সংহতি জানায় বাংলাদেশ ইসলামি ছাত্র শিবির চট্টগ্রাম,ইসলামি ছাত্র আন্দোলন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম, জাতীয় নাগরিক পার্টি,বেসরকারি বিশ্ববিদ্যালয়, পুনাব সহ আরো অনেকেই।
সমাবেশে বক্তব্য রাখেন ইব্রাহিম রনি,তানজির হাসান জুয়েল,তানিয়া আকতার, জাকির হোসেন সহ প্রতিটি সংগঠনের নেতৃবৃন্দরা।
প্রোগ্রাম বাস্তবায়ন ও পরিচালনা করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মূখ্য-সংগঠক তাওসিফ ইমরোজ। স্লোগানে স্লোগানে মুখরিত হয় ঐতিহাসিক নিউমার্কেট মোড়।কর্মসূচী বিকেল ৩ টা থেকে শুরু হয়ে আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত চলমান ছিলো।আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের ঘোষণার পর বিজয় মিছিল নিয়ে নিউমার্কেট মোড় হতে ২ নং গেইট হয়ে চকবাজার ওলি খা মোড়ে শেষ হয়।